ধর্মশালায় অন্যরকম দিন
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা জড়ো হয়েছেন চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্তি আন্দোলনের সুবর্ণ জয়ন্তী ও পাশাপাশি গত বছর তিব্বতীদের প্রচণ্ড বিক্ষোভের একবছর পূর্তি উপলক্ষ্যে৷ ১৯৫৯ সালের ১০ই মার্চ তিব্বতে সূত্রপাত ঘটেছিলো এই আন্দোলনের৷ যদিও সেই আন্দোলনের বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপের ফলে পরবর্তীতে সেটা ব্যর্থ হয়ে গিয়েছিলো৷ আজ সেই দিন উপলক্ষে দেয়া ভাষণে দালাই লামা কঠোর ভাষায় বললেন, তিব্বতীরা বাস করছে পৃথিবীর এক জাহান্নামে৷Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: লাসায় কড়া নিরাপত্তা
তিব্বতীদের আন্দোলনে নানা নির্যাতনের কারণে দালাই লামা বহু বছর আগেই ধর্মশালায় নির্বাসনে রয়েছেন৷ পূর্ণ স্বাধীনতার বদলে তিনি অবশ্য চীনের শাসনের মধ্যেই তিব্বতীদের জন্য স্বায়ত্ত্বশাসনের দাবি করে আসছেন৷ সেখানকার প্রধান বৌদ্ধ মন্দিরের সামনে দাঁড়িয়ে দেয়া ভাষণে নির্বাসিত এই নেতা বলেন, পাঁচ দশক ধরে চীনা শাসনে তিব্বতীরা এক অবর্ণনীয় দুর্দশায় ভুগছেন৷
এই দিবস উপলক্ষে চীনা সরকার তিব্বতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে বার্তা সংস্থাগুলোর খবর৷ বিশেষ করে তিব্বতের সাউথ ওয়েস্ট ন্যাশনালিটিইজ বিশ্ববিদ্যালয় এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷ সেখানে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী৷ সেখানে বিদেশীদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷
ধর্মশালায় দেয়া বক্তব্যে দালাই লামা আরও বলেন, স্মরণকাল থেকে তিব্বতী ও চীনা জনগণ প্রতিবেশী হিসেবে অবস্থান করে আসছে৷ আমরা তিব্বতে একটি বৈধ স্বায়ত্তশাসন প্রত্যাশা করছি৷
দালাই লামা চীনের কমিউনিস্ট নীতির সমালোচনা করে বলেন, তিব্বতীরা এমন এক তীব্র দুর্দশা ও কষ্টের মধ্যে আছে যা আক্ষরিক অর্থে পৃথিবীতে দোজখে থাকার নামান্তর৷ দালাই লামা বলেন, আজও তিব্বতীরা তিব্বতে ভীতিকর পরিবেশে বাস করছেন৷ আজ তিব্বতীদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, পরিচয় সব কিছু মৃতপ্রায়৷ তিব্বতীদের সঙ্গে অপরাধীর মত আচরণ করা হচ্ছে৷ বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, দালাই লামার ভাষণের আগে তিব্বতের জাতীয় সঙ্গীত বাজানো হয়৷ সেই সঙ্গে ২০০৮ সালে চীনের বিক্ষোভ দমন অভিযানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷
মূল অনুষ্ঠানের পর বেশ কয়েক হাজার তিব্বতী 'তিব্বত মুক্ত কর' লেখা পোস্টার নিয়ে ধর্মশালার বিভিন্ন পথ প্রদক্ষিণ করে৷ তারা তিব্বতে বর্তমানে চীনের কঠোর নিরাপত্তা ও কড়াকড়িরও প্রতিবাদ জানায়৷
তবে দালাই লামার বক্তব্যের বিষয়ে সরাসরি কোন মন্তব্য না দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র কেবল বলেছেন, আমি দালাই লামার মিথ্যা বক্তব্যের বিষয়ে কোন মন্তব্য করতে চাই না৷
No comments:
Post a Comment